সুজানগরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১; সময়: ৫:১০ অপরাহ্ণ |
সুজানগরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে মোছা.স্বপ্না খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হবিবর রহমানের মেয়ে এবং উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর (ভাদুরভাগ) গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, বিগত ৪৫ দিন পূর্বে স্বপ্না খাতুনের স্বামী মারা যাওয়ায় তিনি পিতার বাড়ি সাতবাড়ীয়ার গুপিনপুরে এসে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্বপ্না খাতুন বাড়ির নিকটে পদ্মা নদীর ধারে হাঁটাহাঁটি করতে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।

এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং স্বপ্না খাতুনকে ওঝা ডেকে ঝাড়-ফুক দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজানগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ওই নারীর রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভয়ংকর এই রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া। তবে রাসেল ভাইপার নামেই বেশি পরিচিত। এদের বিষের এত তিব্রতা যে,কাউকে কাড়র দিলে খুব কম রোগীই বাঁচে।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে