দেশে ভারত প্রধানমন্ত্রীর দেয়া আরও ৪০টি উপহারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১; সময়: ৮:৩৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
দেশে ভারত প্রধানমন্ত্রীর দেয়া আরও ৪০টি উপহারের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস যৌথভাবে মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশকে দেওয়া ভারতের উপহারের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স যশোরের বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার মধ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর হয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে এসে পৌঁছায়। বেনাপোল স্থলবন্দরের আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় পৌঁছাবে।

এ নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের উপহারের ৭০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছাল। এর আগে ৭ আগস্ট ভারত থেকে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের সময় এ দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বেনাপোলে যে ৪০টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে, ওগুলো তারই অংশ। এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুবিধা থাকছে এতে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ভারত থেকে ৪০টি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকালে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট রিলিজ অর্ডারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। কাস্টমসের রিলিজ অর্ডার পাওয়ার পর বন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. নেয়ামুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০টার মধ্যে অ্যাম্বুলেন্সগুলো এসে পৌঁছায়। বিকেল সাড়ে চারটার মধ্যে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেকোনো সময় অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।

  • 528
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে