বাঘায় বিকাশ এজেন্টের সাথে পুলিশের সচেতনতা মুলক মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
বাঘায় বিকাশ এজেন্টের সাথে পুলিশের সচেতনতা মুলক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় ইমো হ্যাকার চক্রের সদস্যরা দিন দিন সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের বিরুদ্ধে বিকাশ এজেন্টের নিয়ে বাঘা থানার ওসি মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার প্রায় তিন শতাধিক বিকাশ এজেন্টেদের নিয়ে থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ইমো হ্যাকা চক্রের সক্রিয় সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তারা প্রবাসীসহ দেশের বিভিন্ন বয়সী মানুষের কাছে ইমো ম্যাসেনজারে বিভিন্ন অপরিচিত ব্যক্তিকে অ্যাড করে এবং বিভিন্ন ধরনের কথা বলে প্রকৃত অ্যাকাউন্টধারীর কাছ ওটিপি পিন সংগ্রহ করে।

তারা ইমো আইডি হ্যাক করে নিজ আয়ত্তে নিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে তাদের আসল পরিচয় গোপন এবং প্রকৃত অ্যাকাউন্টধারীর ছদ্মবেশ ধারন করে সমস্যার কারণ দেখিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে। তাদের বিরুদ্ধে বাঘা থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন। এ সভায় তিনি নির্দেশনা দেন, কোন বিকাশ এজেন্ট অতিরিক্ত সিম ব্যবহার করার প্রয়োজন হলে পুলিশকে তথ্য দিয়ে ব্যবহার করতে হবে, তিন হাজারের বেশি টাকা উত্তোলন করতে হলে এনআইডি কার্ড নিতে হবে, এনআইডি কার্ড সন্দেহ হলে বিকাশ এজেন্টকে লেনদেন থেকে বিরত খাকতে হবে। তারপরও কোন টাকা হ্যাক হয়েছে তথ্য পেলে তাৎক্ষনিক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে