আওয়ামী লীগ নেতা আসাদ ডেঙ্গু আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১; সময়: ১২:০৪ পূর্বাহ্ণ |
আওয়ামী লীগ নেতা আসাদ ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৮০ দশকের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তিনি বিষয়টি নিজে নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।

আসাদুজ্জামান আসাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শ্বরীরে সামান্য জ্বর রয়েছে। পরীক্ষার পর বৃহস্পতিবার তার রক্তে ডেঙ্গু ধরা পরে। ডাক্তার বলেছেন তাকে হাসপাতালে ভর্তি করতে। তেব আরেকটি রক্ত পরীক্ষা দিয়েছে। সেখানে সিবিসি’র মাত্রা দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ডাক্তার। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তার লিভারে সমস্যা দেখা দিয়েছে। খাওয়াদাওয়ায় সমস্যা হচ্ছে।

আসাদুজ্জামান আসাদ জাননা, ডেঙ্গু আক্রান্ত হলেও তিনি অনেকটা সুস্থ আছেন। তিনি ঢাকায় আছেন। সেখানে পরিবার পরিজন না থাকায় রাজশাহীতে চলে আসবেন এবং রাজশাহীতে এসে এখানকার ডাক্তারদের অধিনে চিকিৎসা নিবেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে, আসাদের অসুস্থতায় ৮০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

  • 279
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে