কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার দায় স্বীকার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১; সময়: ২:৫২ পূর্বাহ্ণ |
কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার দায় স্বীকার

পদ্মাটাইমস ডেস্ক : কাবুল বিমানবন্দরে আত্মঘাতী জোড়া বোমা হামলা চালিয়ে অর্ধশতাধিকের বেশী মানুষের মৃত্যু ঘটানোর দায় স্বীকার করে বার্তা দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই জোড়া বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর এসেছে, আহত হয়েছে প্রায় দেড়শ মানুষ।

আফগানিস্তান থেকে পশ্চিমাদের সরিয়ে নেওয়ার তোড়জোড় আর দেশ ছাড়ার চেষ্টায় হাজার হাজার আফগানের ভিড়ের মধ্যে এমন হামলা যে হতে পারে, তা আগেই আঁচ করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।

হামলার পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছিলেন, ইসলামিক স্টেটের খোরাসান গ্রুপ (আইএসআইএস-কে) এর পেছনে থাকতে পারে। পরে রাতে টেলিগ্রামে আইএস এর মুখপত্র আমাক নিউজ এজেন্সির এক বার্তায় দাবি করা হয়, কাবুল বিমানবন্দরের হামলা তাদেরই কাজ।

সেখানে বলা হয়, আইএস এর একজন আত্মঘাতী যোদ্ধা ব্যারন ক্যাম্পের পাশে একদল দোভাষীর ভিড়ের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয় এবং শরীরে থাকা বোমার বেল্টে বিস্ফোরণ ঘটায়।

এই হামলায় অন্তত ৬০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে দাবি করে আইএস এর বার্তায় বলা হয়, হতাহতদের মধ্যে তালেবানও আছে। বিস্ফোরণের পর সেখানে গুলিও ছোড়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে খবর এসেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সৈন্যরা বিমানবন্দরের অ্যাবি গেইটের কাছে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেখানে একটি বিস্ফোরণ ঘটে। আর অন্য বোমাটি ফাটানো হয় বিমানবন্দরের সীমানার কাছেই ব্যারন হোটেলের গেইটে। নিহতদের মধ্যে অন্তত ১২ জন মার্কিন সেনাও রয়েছেন বলে একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাতে জানিয়েছে রয়টার্স।

  • 134
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে