বাঘায় হাট-বাজার ও স্কুল ভবনের উদ্বোধন করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১; সময়: ৯:০৪ অপরাহ্ণ |
বাঘায় হাট-বাজার ও স্কুল ভবনের উদ্বোধন করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাঘা : কোন ব্যক্তির কৃতকর্মের দায় দল নিবেনা। এছাড়া সন্ত্রাসী, চাঁদা বাজসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল যাকে বহিস্কার করেছে,তাকে কখনো আর আওয়ামী লীগে নেয়া হবেনা। দল থেকে বহিস্কৃতদের দলে ফেরার কোনো সুযোগ নেই। সে যতো বড় মাপের নেতা বা কর্মী হোকনা কেন।

শনিবার (২৮ আগষ্ট) সকালে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের, ৮৬ লাখ ৯৯ হাজার ৫৬৬ টাকা ব্যয়ে আড়ানী হাট-বাজার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্টানে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (চারঘাট-বাঘা)। তাদের থেকে দুরে থাকারও আহবান জানান প্রতিমন্ত্রী।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াদেহ সাদিক কবির, অন্যতম সদস্য মাসুদ রানা তিলু, আড়ানি পৌর আ’লীগের সভাপতি-সাধারন সম্পাদক শহীদুজ্জামান শাহীদ, আবদুল মতিন, বাঘা পৌর আ’লীগের সভাপতি-সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস, মামুন হোসেন, মহিলা নেত্রী ফাতেমা মাসুদ লতা, যুবলীগ সভাপতি নেতা কামরুজ্জামান নিপন, আড়ানি পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, আড়ানি পৌর ছাত্রলীগ সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি প্রমুখ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি পৃথক ভাবে উপজেলার বেড়ের বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা চন্দ্রগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তুলশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও হরিনা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয়তলা কাজের উদ্বোধন করেন।

  • 297
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে