নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১; সময়: ৯:০৬ অপরাহ্ণ |
নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা :  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ‘বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
তিনি জানান, ইতোমধ্যে উপজেলার বারনই নদী ও হালতিবিল এলাকায় ৮টি মৎস্য অভয়াশ্রম করা হয়েছে এবং ভবিষ্যতে আরো মৎস্য অভয়াশ্রম করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন । তিনি আরো বলেন, মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা প্রদান করা হচ্ছে এবং আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সানশাইন ও পদ্মাটাইমসের প্রতিনিধি এম  জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এর নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি এস এম ফকরুদ্দিন ফুটু সহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  • 819
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে