করোনা সংক্রমণ বেড়েছে রাজশাহীতে, কমেছে চাঁপাইনবাবগঞ্জে

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
করোনা সংক্রমণ বেড়েছে রাজশাহীতে, কমেছে চাঁপাইনবাবগঞ্জে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক দিনের ব্যবধানে প্রায় ১৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। তবে প্রায় ১৫ শতাংশ কমেছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দুইটি ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ তিন জেলার ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শনিবার রাজশাহী জেলার ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৮ শতাংশ বেড়ে সংক্রমণের হার ২১ দশমিক ৩১ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।

এর আগে গত বৃহস্পতিবার এ জেলায় সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ০৩ শতাংশ। এছাড়াও গত বুধবার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ, গত মঙ্গলবার ১৭ দশকি ৭৪ শাতংশ, গত সোমবার ১৫ দশমিক ১৩ শতাংশ, গত রোববার ১৮ দশমিক ১৬ শতাংশ এবং গত শনিবার ১৯ দশমিক ১৯ শতাংশ।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮৮ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ১০ দশমিক ২২ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ২৫ শাতংশ।

এর আগে গত বৃহস্পতিবার ছিল ২০ দশমিক ৫৯ শতাংশ। এছাড়াও গত বুধবার এ জেলায় সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৮৪ শাতংশ, গত মঙ্গলবার ছিল ১৫ দশমিক ১৫ শতাংশ, সোমবার ১৪ দশমিক ৭১ শতাংশ, গত রোববার ১৪ দশমিক ৪৯ শতাংশ এবং গত শনিবার ২০ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে জয়পুর হাটের ৪০ জনের নমুনা পরীক্ষ করে চারজনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ১০ শতাংশ। আর বিদেশগামী ২৭ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ এসেছে।

  • 304
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে