শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছে রাবি প্রশাসন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছে রাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : নিজ ব্যবস্থাপনায় ও সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় খুলে দিতে সকল শিক্ষার্থীর করোনা টিকা গ্রহণের তথ্য চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার (৩০ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক জরুরী বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের নিজ ব্যবস্থাপনায় ও সিদ্ধান্তে খুলে দেয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশনা প্রদান করেছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রদত্ত লিঙ্কে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে জিজ্ঞাসিত তথ্যসমূহ প্রদান করতে হবে।

‘পাশাপাশি যে সকল শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও এখনও করোনা টিকা গ্রহণ করেনি তাদের দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণের জন্য বলা হল।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীদের জন্য একইভাবে অনলাইনে তথ্য সংগ্রহের জন্য আলাদা একটি লিঙ্ক তৈরির কাজ চলমান। শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে