কুষ্টিয়ায় কৃষক হত্যায় সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১; সময়: ৫:২১ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় কৃষক হত্যায় সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান(৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২) ও সহদর আরিফ খান (৩৭), ইনছার খানের ছেলে শফি খান (৪৩) এবং সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল হক (৩৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খান ঘুমাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা তার প্ররেশ করে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হযে দৌলতপুর থানায় উল্লেখিত ৫ আসামীর বিরুদ্ধে নামোল্লেখসহ হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকান্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় একই পরিবারের দ্ইু ভাইসহ ৫ আসামীর যাবজ্জাীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষনার সময় দ-প্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে