সিংড়ায় আগষ্ট মাস জুড়ে দুস্থদের দুপুরের খাবার খাইয়েছেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১; সময়: ৬:০১ অপরাহ্ণ |
সিংড়ায় আগষ্ট মাস জুড়ে দুস্থদের দুপুরের খাবার খাইয়েছেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় নাটোরের সিংড়ায় চলতি আগষ্ট মাস জুড়ে অসহায়, পথচারী ও ভিক্ষুকদের খাবার খাইয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব। জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে মানবতার কাজ করে চলেছেন সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক এই সিনিয়র সহ-সভাপতি।

বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় শোকের এই আগষ্ট মাসে প্রতিদিন তিনি অসহায় মানুষদের ডেকে নিয়ে একবেলা করে খাবার খাইয়েছেন। তার এই উদ্যোগে তাকে সহায়তা করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। ছাত্রলীগ কর্মীা সাগর, রুহুল, মিতুল, জীবন ও বুলবুলের সহযোগিতায় অসহায়, পথচারী ও ভিক্ষুকদের খুঁজে খুঁজে রেস্টুরেন্টে এনে মাসব্যাপী খাবার খাইয়েছেন নাসিমুজ্জামান সজিব । সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব পেশায় একজন মৎস্য খামারী।

সাবেক এই ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় আমার এ উদ্যোগ। প্রতিদিন ৩ থেকে ৪ জনকে দুপুরের খাবার খাইয়েছেন। গোটা মাস জুড়ে তিনি প্রায় ৯০ জনকে দুপুরের খাবার খাইয়েছেন।

শুধু শোকের মাস নয় সারাবছর অসহায়দের খাবার খাওয়ানোর ইচ্ছে রয়েছে তার। এছাড়া মানবিক ও মাদকবিরোধী কাজেও নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান তিনি।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে