রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির কর্মসূচীতে হামলা (ভিডিও)

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১; সময়: ২:১৩ অপরাহ্ণ |
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির কর্মসূচীতে হামলা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে হামলাকারিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক সোনারদেশের নিজস্ব প্রতিবেদক তারেক মাহমুদ লাঞ্ছিত হন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১২টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তার অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে প্রতীকী অনশন শুরু করে। সেখানে তারা সরকারি বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়।

এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। এসময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত তামিম সিরাজী বলেন, আমরা শান্তিভাবে অনশন কর্মসূচী পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের কর্মসূচী পন্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

সাংবাদিক তারেক মাহমুদ বলেন, ‘‘আমিসহ কয়েকজন সাংবাদিক কর্মসূচীটি তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় একদল যুবক এসে আন্দোলনকারিদের উপর হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাকেও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ এসে হামলাকারিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সাথে সাথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কারা এ হামলা চালিয়ে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

  • 235
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে