তাড়াশে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে স্কুল মাঠ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
তাড়াশে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে স্কুল মাঠ

নূর ইসলাম রোমান, তাড়াশ : গত কয়েকদিনের বৃষ্টির পানিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শাকোই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের সামনের মাঠ দেখতে অনেকটা পুকুরের মতোই মনে হচ্ছে।

জানা গেছে, করোনাকালীন সারাদেশের মতো শাকোই সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। কিন্তু বিদ্যালয়ের পাশে বাড়ির ভিটাগুলোতে মাটি ভরাট করায় মাঠটি পুকুরে পরিণত হয়েছে। পানি বের হওয়ায় কোনো উপায় নেই।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকোই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে মাঠ তলিয়ে থৈ থৈ পানি। দূর থেকে দেখে পুকুর বলে মনে হয়। এ সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেয় না স্কুল কর্তৃপক্ষ।

আতাউর রহমান, রমজান আলী, শিপন আহমেদ সহ স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ পানি নিষ্কাশনে কোনো উদ্যোগ নেয় না। ফলে দীর্ঘদিন যাবত মাঠে পানি আটকে রয়েছে। সরকার যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে এই বিদ্যালয়ে ছোট ছোট শিক্ষার্থীদের পাঠাতে ভয় হয়।

উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকোই সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোরবান আলী জানিয়েছেন, মেশিন দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছিলাম। এখন চারদিকে উচুঁ করে মাটি ফেলে ঘরবাড়ি করার কারণে পানি জমে পুকুরের মত হয়েছে বিদ্যালয়ের মাঠ।

তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠ পানি দিয়ে ডুবে থাকায় প্রধান শিক্ষককে পানি দ্রুত অপসারণ করার জন্য বলা হয়েছে।

 

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে