ডিআইজি প্রিজন্স পার্থের জামিন বাতিল

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
ডিআইজি প্রিজন্স পার্থের জামিন বাতিল

পদ্মাটাইমস ডেস্ক : দুর্নীতি ও অর্থপাচার আইনে দুদকের মামলায় সাবেক কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতের যেকোনো আদেশ প্রকাশ্যে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত ১৫ জুলাই পর্যন্ত পার্থের জামিন মঞ্জুর করেন। এরপর ২৮ জুন জামিনের রায়ের বিষয়ে ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট।

গত ১৯ আগস্ট পার্থ গোপালকে জামিন দেয়ার বিষয়ে বিচারক ইকবাল হোসেন এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে