বিচারপতি সিনহার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ সেপ্টেম্বর

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
বিচারপতি সিনহার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ সেপ্টেম্বর

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২৯ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। আত্মপক্ষ সমর্থনে তারা আদালতে বলেন, আমরা লিখিত বক্তব্য দেবো। এরপর আদালত তাদের লিখিত বক্তব্যের জন্য আজকের দিন ৬ সেপ্টেম্বর ধার্য করেন।

আদালতে নির্দোষ দাবি করা আসামিরা হলেন- ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা।

গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদের অবশিষ্ট জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরইমধ্যে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আদালত আজকের দিন ধার্য করেন।

মামলায় চার্জশিটভুক্ত ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। এর আগে গত বছরের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৪ এ বদলির আদেশ দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে