রাজশাহীতে গণটিকার প্রথম দিনে দ্বিতীয় ডোজ পাবে ২৭ হাজার মানুষ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১; সময়: ১:১০ অপরাহ্ণ |
রাজশাহীতে গণটিকার প্রথম দিনে দ্বিতীয় ডোজ পাবে ২৭ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মত রাজশাহী মহানগরীতেও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আজ সকাল ৮টা থেকে রাজশাহী সিটি করর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মোট ৮৪ টি কেন্দ্রে একযোগে চলছে মর্ডানার দ্বিতীয় ডোজ টিকাদান।

এদিকে সকাল থেকেই সকল টিকা কেন্দ্রগুলোতে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে অনেক কেন্দ্রেই টিকা ফুরিয়ে যায়।

পরে সিটি করর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ থেকে টিকা এনে সেসব কেন্দ্রগুলোতে আবারও টিকাদান শুরু হয়। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে দ্বিতীয় ডোজের ২৭ হাজার মানুষকে মর্ডানার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ।

বেলা ১১ টায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে টিকা নিতে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। কথা হয় টিকা নেওয়া মানুষের সাথে সবাই দ্বিতীয় ডোজের টিকা পেয়ে আনন্দ প্রকাশ করে।

১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, সকাল থেকেই দ্বিতীয় ডোজের জন্য মানুষের উপস্থিতি অনেক বেশি। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা দেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম।

এই টিকা কার্যক্রম চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে রাজশাহী মহানগরীর ১ লাখ ২৫ হাজার ৪৪০ জনকে মর্ডানার প্রথম ডোজে টিকার আওত্বায় আনা হয়।

 

 

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে