‘হাঙরের মতো দাঁতওয়ালা’ ডাইনোসরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা

প্রকাশিত: ১৫-০৯-২০২১, সময়: ০১:৫৮ |

পদ্মাটাইমস ডেস্ক : হাঙরের মতো দাঁতওয়ালা বিশাল আকারের ডাইনোসরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ৯০ মিলিয়ন বছর আগে মধ্য এশিয়ায় বিচরণ করে বেড়াতো মংসাশী প্রাণীটি। ডাইনোসরটি টি-রেক্সেরও আগে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের শিকারী হিসেবে খাদ্য শৃঙ্খলে কর্তৃত্ব করতো।

উজবেকিস্তানে ডাইনোসরটির চোয়ালের হাড় পাওয়া গেছে। যেটির নামকরণ করা হয়েছে উলুগবেকসরাস উজবেকিস্তানেনসিস। কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগারি ও জাপানের সুকুবা ইউনিভার্সিটি এ বিষয়ে যৌথভাবে একটি গবেষণা পরিচালনা করে রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্সের পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ করে।

গবেষক দলের সদস্য কোহে তানাকা জানান, প্রায় আট মিটার লম্বা ডাইনোসরটির ওজন ছিল এক টনের বেশি। ফসিল থেকে গবেষকদের ধারণা, উলুগবেকসরাস উজবেকিস্তানেনসিস ডাইনোসরটি টাইর‍্যানোসরাসের চেয়েও লম্বায় দ্বিগুণ এবং ওজনে পাঁচগুণ বেশি ছিল।

উলুগবেগসরাসের নামকরণ করা হয়েছে উলুগ বেগের নামে। যিনি একজন সুলতান ও জ্যোতির্বিদ ছিলেন। উলুগবেগসরাস ১৪০০ শতকের দিকে ওই অঞ্চলে বসবাস করতেন।

উপরে