রাজশাহীতেও গণটিকার কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১; সময়: ১১:৩১ পূর্বাহ্ণ |
রাজশাহীতেও গণটিকার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় রাজশাহীতেও গণটিকার কর্মসূচি শুরু হয়েছে।

সকাল ৮ থেকে এই ক্যাম্পেইন কার্যক্রম চলবে বেলা ৩ টা পর্যন্ত। আজ রাজশাহীর ৯ টি উপজেলার ৭৩ টি কেন্দ্রে মোট এক লাখ ৬০ হাজার মানুষকে টিকা প্রদান করা হবে। এছাড়াও রাজশাহী মহানগরীর সিটি কপোরেশনের ৩০ টি ওয়ার্ডে এলাকায় মোট ৮৭ টি কেন্দ্রে ৩০ হাজার মানুষকে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ৫০ ঊর্ধ্ব বয়স্করা ও শারীরিক প্রতিবন্ধীদের টিকা প্রদান করা হবে।

সিটি কর্পোরেশন এলাকায় ২৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরও গণটিকার আওতায় টিকা দেওয়া হবে। আজ যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হবে আগামী মাসের এই দিনে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে