জয়পুরহাটে শিশু অপহরণের মামলায় দুই কিশোরের ৫ বছর জেল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
জয়পুরহাটে শিশু অপহরণের মামলায় দুই কিশোরের ৫ বছর জেল

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে এক শিশুকে (৯) অপহরণের মামলায় দুই কিশোরকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ রায় দেন ।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার মূলগ্রাম কসাইপাড়ার বাদেশের ছেলে মোশারফ (১৪) ও মূলগ্রাম মধ্যপাড়ার জামালের ছেলে সাবু (১৬)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৫ জুন জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রাম মধ্যপাড়ায় ওই দ্বিতীয় শ্রেনীর ছাত্রী বাড়ির পাশের একটি মাঠে গরুর ঘাস কাটতে যায়। এসময় আসামীরা তাকে অপহরণ করে একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রী চিৎকার করলে তারা গামছা দিয়ে মুখ বেধে রাখে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে তারা মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা ওই দিনই বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেন। এ মামলার শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি ফিরোজা চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ে আসামীদের বয়স ১৮ না হওয়ায় তাদের যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া ১৮ বছর পূর্ণ হলে তাদের জয়পুরহাট জেলা কারাগারে নিয়ে এসে সাধারণ কয়েদীর মতই অবশিষ্ট সাজাভোগ করার নির্দেশ দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে