ডেঙ্গু আক্রান্ত নতুন ১৯০ জন রোগী ভর্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১; সময়: ৫:৩৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ডেঙ্গু আক্রান্ত নতুন ১৯০ জন রোগী ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : করোনা পাশাপাশি এখন অনেকটাই অপ্রতিরোধ্য গতিতে বিস্তার অব্যাহত আছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর।

করোনা এবং ডেঙ্গুর উপসর্গ প্রায় একই রকম হওয়ায় এ নিয়ে রোগীদের মধ্যে বিভ্রান্তিও বাড়ছে। দেশের বেশিরভাগ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কোভিড ডেডিকেটেড হওয়ায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগী ১৯০ জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১৪৯ জন। গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯৬০ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৭৫৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২০৪ জন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে