রাজশাহী রেঞ্জ পুলিশের ৭৪ সন্তান পেলেন ডিআইজির মেধাবৃত্তি সম্মাননা পুরস্কার

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
রাজশাহী রেঞ্জ পুলিশের ৭৪ সন্তান পেলেন ডিআইজির মেধাবৃত্তি সম্মাননা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের সন্তানদের মেধাবৃত্তি-২০২০ ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীর অর্থ প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।

গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আরআরএফ রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ এর রাজশাহী বিভাগের ০৮টি জেলা ও আরআরএফ, রাজশাহীসহ মোট ৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসএসসি/সমমান পরীক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীর অর্থ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী এবং পুলিশ সুপার রাজশাহীসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন।

ডিআইজি বলেন, পুলিশ পরিবারের সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা মেধার বিকাশ ঘটিয়ে শুধু তোমাদের পিতা-মাতার মুখ উজ্জল করোনি, সেই সাথে তোমরা পুলিশ পরিবারের মর্যাদাও অক্ষুন্ন রেখেছো, তোমরাই পুলিশের অ্যাম্বাসেডর।

তিনি আরো বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তোমরা হবে মূল কারিগর। তোমাদের ভিতর কেউ হবে চাকরিজীবি, সমাজসেবী, খেলোয়াড়, সাহ্যিতিক, রাজনীতিবীদ। যে যেভাবে পারো নিজের মেধাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে বলেন।

অনুষ্ঠান শেষে ডিআইজি সকল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীর অর্থ প্রদান করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে