বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ৫:২১ অপরাহ্ণ |
বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়ায় ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ বাল্যবিয়েটি বন্ধ করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

তিনি জানান, শুক্রবার রাতে আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীর (২৯) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমান আদালত বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের পিতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

এরপর কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তা বুঝতে পারেন ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে