গোদাগাড়ীতে উপ নির্বাচন উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ৫:২৬ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে উপ নির্বাচন উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অবাধ ও শান্তিপুর্ণ করতে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, সহকারী কমিশনার ভুমি তাসমিনা খাতুন, সহকারী পুলিশ গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান, গোদাগাড়ী , মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)কামরুল ইসলাম, মেয়র প্রার্থী অয়েজউদ্দীন, জান্নাতুল ফেরদাউস, গোলাম কিবরিয়া রুলু ও আমিনুল ইসলাম প্রমূখ। সভায় প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপুর্ণ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

স্বতন্ত্র দুইজন প্রার্থী তাদের পোষ্টার, ফেস্টুনসহ বিভিন্ন অভিযোগ তোলেন। জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ৭ অক্টোবর গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচন অবাধ ও শান্তিপুর্ণ করতে বিজিবি, পুলিশ, র‌্যাব আনসার ভোট কেন্দ্র মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিষ্টেট তফসীল ঘোষনার পর থেকেই নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে।

প্রার্থীদের অভিযোগ থাকলে সুনিদিষ্টভাবে নির্বাচন রিটানিং অফিসারের কাছে দিলে প্রশাসন ব্যবস্থা নিবে বলে পুলিশ সুপার জানান। গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী অয়েউদ্দীন বিশ্বাস, নৌকা প্রতিক, স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাউস নারিকেল গাছ, গোলাম কিবরিয়া রুল মোবাইল ফোন ও আমিনুল ইসলাম জগ প্রতিক নিয়ে প্রতিদদ্বীতা করছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে