মান্দা কাঁশোপাড়া ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী খালেক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
মান্দা কাঁশোপাড়া ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী খালেক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : বেহাল রাস্তায় ইটের ভাংড়ি ও রাবিশ ফেলে সংস্কার, দুস্থ-অসহায় মানুষকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামুলক কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল খালেক। দীর্ঘদিন ধরে ইউনিয়নের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়ে জনসেবা করে যাচ্ছেন তিনি।

এসব কাজের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোড়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। এলাকায় এখন পরিচিত মুখ তিনি।

সমাজসেবক আব্দুল খালেক উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের মৃত ফেলু প্রামানিকের ছেলে। দীর্ঘদিন থেকে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

ব্যবসায়ী আব্দুল খালেক জানান, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মান্দা উপজেলা যুবলীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছি। এরপর ২০০৯ সাল পর্যন্ত একই সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করি। পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাঁশোপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব করেছি।
তিনি আরও বলেন, রাজনীতিতে সকলের ভাগ্যে সুফল বয়ে আনে না। এরপরও ত্যাগী নেতা-কর্মিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে নিরবে দলকে ভালোবেসে যান।

রাজনীতিতে কমবেশি সকলেরই একটা স্বপ্ন থাকে জানিয়ে তিনি বলেন, সেরকম একটা আশা ও স্বপ্ন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক। দলের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা হিসেবে নৌকা প্রতিকের প্রত্যাশী। দল চাইলে এ প্রতিক নিয়ে নির্বাচনে জয়লাভ করে ইউনিয়নবাসির সেবা করতে চাই।

নির্বাচনে জয়লাভ করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাঁশোপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করব। একই সঙ্গে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করাসহ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে