মহাদেবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ৬:৩৪ অপরাহ্ণ |
মহাদেবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস আইএফআইএস এর সার্বিক পৃষ্ঠপোষকতায় পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

পিএফজি মহাদেবপুর ইউনিটের পিস অ্যাম্বাসাডর মাস্টার আমজাদ হোসেন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, পিস অ্যাম্বাসাডর ওয়াজেদ আলী, কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, মহাদেবপুর পিস প্রেসার গ্রুপ পিপিজির সাবেক পিস অ্যাম্বাসাডর ও মহাদেবপুরের জনপ্রিয় অনলাইন মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, বিকশিত নারী নেটওয়ার্কের নেত্রী কাজী রওশন জাহান, পেয়ারা বেগম, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত, পিএফজির সদস্য আবদুর রহিম টুকুসহ সর্বস্তরের জনতা এতে অংশ নেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে