বাগমারায় আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
বাগমারায় আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : নিস্কিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (২ অক্টোবর) অহিংসা আন্দোলনের পুরোধা মাহাত্না গান্ধীর জন্মদিন ও আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় ও পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ(পিএফজি)’র উদ্যোগে শনিবার বেলা এগারোটায় ভবানীগঞ্জ নিউমার্কেট চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাগমারা পিএফজি’র উপদেষ্টা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও পিএফজি মেম্বার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কোঅর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, পিএফজি মেম্বার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মেজবাহুল হক দুলু, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুকুল বোস, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে