রাজশাহীতে শিক্ষক হত্যার দায় স্বীকার করে ছাত্রের জবানবন্দি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ১১:৩৪ অপরাহ্ণ |
রাজশাহীতে শিক্ষক হত্যার দায় স্বীকার করে ছাত্রের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অবসরপ্রাপ্ত শিক্ষক মায়া রানী ঘোষ (৭০) হত্যা মামলায় গ্রেপ্তার মিলন শেখ (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহবুর রহমান আসামির জবানবন্দি গ্রহণ করেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মিলন পেশায় একজন রংমিস্ত্রি এবং নিহত মায়া রানীর প্রাক্তন ছাত্র। এই মামলার আসামি মিলন আদালতে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। মিলন নিহতের সোনার গহনার লোভে তাকে হত্যা করেন।

ওসি বলেন, মিলন আদালতকে বলেছেন যে তিনি ওড়না দিয়ে মায়া রাণী ঘোষের মুখ, নাক চেপে ধরে তাকে হত্যা করে এবং কানের দুল, হাতের চুড়ি, গলার মালা খুলে নিয়ে পালিয়ে যান।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর দিনের বেলা রাজশাহী নগরীর ঘোষপাড়ায় নিজ বাসা থেকে মায়া রাণী ঘোষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন মায়ার ভাই দেবাশীষ ঘোষ একটি হত্যা মামলা করেন। পরে, বোয়ালিয়া থানার পুলিশ মায়ার প্রাক্তন ছাত্র মিলনকে নিহতের চুরি যাওয়া স্বর্ণের গহনা সহ গ্রেপ্তার করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে