মমতার ভাগ্যনির্ধারণ আজ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১; সময়: ৯:১২ পূর্বাহ্ণ |
মমতার ভাগ্যনির্ধারণ আজ

পদ্মাটাইমস ডেস্ক : পশ্চিমবঙ্গের কোলকাতার ভবানীপুরের উপনির্বাচনের ফল বলে দেবে মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকছেন নাকি নতুন করে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে তাঁর রাজনৈতিক জীবন।

হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তৃণমূল। নন্দীগ্রামে হেরেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পদ টিকিয়ে রাখতে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে লড়েছেন তিনি। ভোট গ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। আজ( ৩ সেপ্টেম্বর) প্রকাশিত হবে ভোটের ফল। এদিন দুপুর নাগাদ জানা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে কি না। নাকি নতুন করে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে বাংলার দিদির রাজনৈতিক জীবন।

ভবানীপুরে হেরে গেলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ। তবে সেই চিন্তা মাথায় রাখছে না তৃণমূল। ভবানীপুর উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী দলটি। তবে এবারের উপনির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। পরিসংখ্যান বলছে, ভবানীপুরে ভোট দিয়েছেন ৫৩ দশমিক ৩২ শতাংশ ভোটার। গত মে মসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এ আসনে ৫৭ দশমিক ১ শতাংশ ভোট পড়েছিল। এতে মমতার জয়ে বিরোধীপক্ষের চেয়ে ভোটের ব্যবধান প্রত্যাশার চেয়ে কম হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভবানীপুরে মমতার প্রতিদ্বন্দ্বী। জয়ের বিষয়ে তিনিও পুরোপুরি আত্মবিশ্বাসী।

এর আগে ভবানীপুর আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে এই আসনে মমতা জিতেছিলেন ২৫ হাজার ৩৪১ ভোটের ব্যবধানে। আর ২০১১ সালে ভবানীপুরে মমতা জয় পান ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে