ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া, ঢাকা শিশু হাসপাতালে বেড়েছে ভর্তি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া, ঢাকা শিশু হাসপাতালে বেড়েছে ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। গত ১০ বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ঠান্ডা জ্বরের পাশাপাশি বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের হারও। চিকিৎসকরা বলছেন, এক মাসের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে রোগী চাপ বেড়েছে দ্বিগুণ।

অনবরত কাশিতে কাহিল সাড়ে ৩ বছরের শিশু সিয়াম। গত কয়েক দিন ধরেই দেখা দেয় ঠান্ডাজনিত নানা সমস্যা। চিকিৎসকের পরামর্শে শরীয়তপুর থেকে নিয়ে আসেন রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। পরে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত সিয়াম।

ঠান্ডা, জ্বর, নিউমোনিয়াসহ মৌসুমজনিত নানা সমস্যা নিয়ে সিয়ামের মতো প্রতিদিন এমন অনেককেই ঢাকার বাইরে থেকে এনে ভর্তি করা হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। মৌসুম পরিবর্তন জনিত রোগের সঙ্গে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুদের হারও। এক মাসের ব্যবধানে শিশু হাসপাতালে রোগী চাপ দ্বিগুণ বেড়েছে বলে জানান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান

তবে মৌসুমজনিত রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যথাযথ নিয়ম মানা, বেশি করে পানি পান ও সবজি জাতীয় খাবারের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে