মালয়েশিয়ার আন্তঃরাজ্য ভ্রমণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে ডিসেম্বরে

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১; সময়: ৪:০২ অপরাহ্ণ |
মালয়েশিয়ার আন্তঃরাজ্য ভ্রমণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে ডিসেম্বরে

পদ্মাটাইমস ডেস্ক : মালয়েশিয়ার অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, পার্ক, ভ্রমণ, উপাসনালয়গুলো খুলে দেওয়ার পর ডিসেম্বর থেকে দেশটির আন্তঃরাজ্য ভ্রমণের পাশাপাশি আন্তর্জাতিক প্রস্থানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া সরকার।

মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকায় মালয়েশিয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবন ও জীবিকা। দেশটির সরকারের সর্বোচ্চ চেষ্টায় সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ায় স্বাভাবিক হতে আরম্ভ করেছে সবকিছু।

স্থানীয় সময় রোববার (৩ অক্টোবর) দেশটির এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব গত শুক্রবার সংসদ কমপ্লেক্সে দেশটির জাতীয় সংবাদপত্রের জ্যেষ্ঠ সম্পাদকদের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে এ আশ্বাস দেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ যখন ২য় ডোজের টিকা নেওয়া সম্পন্ন করবে তখন আন্তঃরাজ্য ভ্রমণের পাশাপাশি আন্তর্জাতিক প্রস্থানের অনুমতি দেওয়া হবে। তবে যারা ডাবল ডোজ টিকা নিয়ে ১৪ দিন পার করেছেন কেবল তারাই এর আওতায় আসবেন।

এখন পর্যন্ত দেশটিতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৯৪ দশমিক ৩ শতাংশ মানুষ এবং ২য় ডোজ ভ্যাকসিন নেওয়া সম্পন্ন করেছেন ৮৭ দশমিক ২ শতাংশ মানুষ। বাকি ২ দশমিক ৮ শতাংশ মানুষের মাঝে ২য় ডোজের টিকা দেওয়া সম্পন্ন হলেই বহু প্রতীক্ষিত আন্তঃরাজ্য ভ্রমণ ও আন্তর্জাতিক প্রস্থানের অনুমতি পাবেন দেশটিতে বসবাসরত সব নাগরিক।

এদিকে দেশটিতে শনিবার পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৫ জন এবং মৃত্যু হয়েছে ১২১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২০ লাখ ৮৬ হাজার ১১১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে