বেলকুচিতে জমি দখল করে পানির প্লান্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১; সময়: ৪:১৪ অপরাহ্ণ |
বেলকুচিতে জমি দখল করে পানির প্লান্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ এবং মালিকদের জমির অর্থ পরিশোধ না করে পানির প্লান্ট নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার দুপুরে বেলকুচি মুকন্দগাঁতী বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার ইউসুফ হাসান সরকার, হরমুজ আলী, হাজী আব্দুল মান্নান, মাওলানা আব্দুল করীম সরকার বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আমরা সরকারের উন্নয়ন কাজের বিরোধী নই, জমি আমরা দিতেও প্রস্তুত। তবে তার আগে আমাদের জমি নিয়ম মাফিক অধিগ্রহণ করে প্রকৃত মুল্য পরিশোধ করতে হবে। নইলে আমরা ভুক্তোভোগীরা পরিবার পরিজন নিয়ে বৃহত্তর আনন্দোলন গড়ে তুলবো।

বক্তারা আরও বলেন, এখানে আমাদের বাপ দাদার প্রায় ৮০ বিঘা পৈত্রিক সম্পত্তি রয়েছে। সম্পত্তি গুলো দেড় শাতাধিক পরিবারের। এসব সম্পত্তি চাষাবাদ করে জীবন ধারন করে আসছি। এই জমি আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল।

তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল এবং বেলকুচি বর্তমান পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা চলতি বছরের ১২ জুন প্রকল্পটির উদ্ধোধন করেন। এরপরেই আমরা জানতে পারি আমাদের জমি অবৈধ ও অনিয়মতান্ত্রিক ভাবে বেদখল করা হচ্ছে।

উদ্বোধনের পর হতেই আমাদের নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ এবং জামির প্রকৃত মূল্য পরিশোধ না করে এই এলাকায় মাটি ভরাটের কাজ শুরু করেছেন পৌর কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে