বাঘায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১; সময়: ৪:৫১ অপরাহ্ণ |
বাঘায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : একটি মোটরসাইকেলে যাচ্ছিল দুই যুবক-আব্দুর রহমান (১৭) ও পান্না(১৮)। আর একই রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলছাত্র সোহানসহ তার দুই বন্ধু। বাঘা পৌরসভার চাকিপাড়া গ্রামের জৈনক নূরলের বাড়ির কাছে স্কুলছাত্র সোহানের হাত থেকে তাঁর স্মাট মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক। সোহানের সাথে থাকা অপর একজন মুঠোফোনে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা জানায় বারখাদিয়া বাজারে থাকা পরিচিত লোকদের।

সেই সংবাদ শুনে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে উপজেলার আরিফপুর রাস্তায় আব্দুর রহমান ও পান্না নামের ওই দুই যুবককে ধরে পিটুনি দিয়ে বাঘা থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ হেফাজতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার (০২-১০-২০২১) রাত সাড়ে ৯টায়।

জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা ইয়াসমিন তৃপ্তি জানান,রাত ১০ টা ২০মিনিটে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার চরাঞ্চলের পলাশি ফতেপুর গ্রামে। দুই যুবকের একজন আব্দুর রহমান স্কুল ছাত্র আর পান্না কলেজ পড়ুয়া বলে দাবি করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় নেতার প্রভাবে ওই দুই যুবককের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, যেহেতু মারপিট কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়ার কোন ঘটনা ঘটেনি। সেহেতু চুরি মামলা দায়ের করা হয়েছে। সোহানের পিতা জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। রোববার(০৩-১০-২০২১) তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাদি জাহাঙ্গীর আলম জানান, চুরি না ছিনতাই মামলা হয়েছে তা তিনি জানেননা ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে