বাঘায় মোটরসাইকেলসহ হ্যাকার গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১; সময়: ৬:১২ অপরাহ্ণ |
বাঘায় মোটরসাইকেলসহ হ্যাকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় সবুজ ওরফে শিপন (২২) নামের একজন হ্যাকারকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২-১০-২০২১) রাতে বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন হোসেনের নেতৃত্বে এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকা থেকে শিপনকে গ্রেফতার করেছে। সে পার্শ্ববর্তী চারঘাট উপজেলার মনিহারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে । পুলিশ জানায়, তার সাথে কয়েকজন পালিয়ে গেছে

এসআই স্বপন হোসেন জানান, হরিরামপুর স্কুলের পেছনে শিপন তার সহযোগিদেও নিয়ে হ্যাকিংয়ের কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে গেছে। পরে কালো রংয়ের দুটি পালসার মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ১০টি সিম জব্দ করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এসব হ্যাকাররা মোবাইলে ডাকাতি করছে। তাদেও খপ্পওে পড়ে সর্বশান্ত হচ্ছে দেশ-বিদেশের অনেক মানুষ। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর মামরা দায়ের করে রোববার (৩ অক্টোম্বর) শিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে