জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১; সময়: ৩:০২ অপরাহ্ণ |
জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

পদ্মাটাইমস ডেস্ক : জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ফুমিও কিশিদা।

পূর্বসূরি ইয়োশিহিদি সুগা ১ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করায় দেশটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৬৪ বছর বয়সী ফুমিও এ দায়িত্ব গ্রহণ করেছেন।

গত সপ্তাহে ফুমিও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমর্থন লাভ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা নেওয়ার পর ফুমিওকে করোনা মহামারি পরবর্তী অর্থনীতি চাঙ্গা ও উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকিসহ অন্যান্য কঠিন বিষয়ের মোকাবিলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি, তাকে মহামারির মধ্যে টোকিও অলিম্পিক আয়োজন করায় দলের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ব্যাপকহারে বিরোধিতা সত্ত্বেও দেশটিতে অলিম্পিক গেমস আয়োজন করায় জনপ্রিয়তা হারায় ক্ষমতাসীন এলডিপি।

মহামারি রোধে ব্যর্থ হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ভীষণ কমে যায়। মাত্র ১ বছর ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে