বিদ্রোহী হলেই হারাবেন পদ-পদবী

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১; সময়: ২:৫৬ পূর্বাহ্ণ |
বিদ্রোহী হলেই হারাবেন পদ-পদবী

পদ্মাটাইমস ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন কিংবা সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন, এমন কাউকেই এবার মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

উপনির্বাচনগুলোতে মৃত নেতাদের পরিবারের অনেকেই মনোনয়নপ্রত্যাশী। তবে, দল বলছে এসব সদস্যের যদি কারো দলীয় সংশ্লিষ্টতা না থাকে তারাও মনোনয়ন পাবেন না। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের নেতাদের মূল্যায়ন করতেই এসব সিদ্ধান্ত।

সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন, ১০টি পৌরসভা, এবং দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটির সাংগঠনিক সম্পাদকরা জানান, এসব নির্বাচনে স্থানীয় রেজুলেশন ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই এবার মনোনয়ন ফরম নিতে পারবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘মনোনয়ন ফরম সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সবাই নিতে পারবে। তারপরও আমাদের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশন করে ফরম নিতে পারবে।’

তবে যারা অতীতে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন কিংবা বিদ্রোহীদের মদদ দিয়েছেন এমন প্রার্থীরা এবার মনোনয়ন পাবেনা। বিদ্রোহী হলে হারাবেন দলীয় পদ-পদবীও।

এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নৌকার বিরোধিতা করে আবার যারা নৌকায় চড়তে চাইবে তাদেরকে সেই সুযোগ দেয়া হবেনা। যারা মাফ চেয়েছে তাদেরকে মাফ করে দেয়া হয়েছে কিন্তু দলের কোন পদে তাদেরকে আর রাখা হয়নি। এই শাস্তি এখনও চালু রাখা হয়েছে।’

তৃণমুলে সততা ও যোগ্যতার পাশাপাশি যারা জনপ্রিয়তা অর্জন করেছেন এমন প্রার্থীদেরই মনোনয়নের জন্য বিবেচনা করবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এমন তথ্যই জানান তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে