সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই ও ২ ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজল-এ-খোদা মোহাম্মদ নাসির ভিকটিম রহমত আলী হত্যা মামলায় আসামি আপন বড় ভাই মোহাম্মদ নুরুল ইসলাম (৪৭), ভাতিজা হাসমাতুল্লাহ (৩০) ও হাসান আলীকে (২৫) যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহিষলুটি উত্তরপাড়া গ্ৰামের মৃত মজিবর রহমানের দুই ছেলে রহমত আলী সাথে তার আপন বড় ভাই নুরুল ইসলামের দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় নিজ বাড়িতে বিগত ৪-৩-১৬ খ্রিস্টাব্দ তারিখের শুক্রবার জুমার নামাজ পর রহমত আলীর সাথে তার ভাই নুরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হলে এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার পুত্র হাসমাতুল্লাহ ও হাসান আলী ভিকটিম রহমত আলীকে আক্রমণ করে ধারালো চাকু ও শাবল দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর নিহত রহমত আলীর স্ত্রী মোসাম্মৎ মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় নুরুল ইসলাম, হাসমাতুল্লাহ, হোসেন আলী ও মাজেদা খাতুনকে আসামি করে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৮ জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্য সমাপ্তি অন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ অর্ধ আসামীগণের উপস্থিতিতে রায় ঘোষণা করে আসামি নুরুল ইসলাম, তার পুত্র হাসমতুল্লাহ ও হাসান আলীর প্রত্যেককে কারাগারে প্রেরণ করেন।

আসামি মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষ মামলার পরিচালনা করেন পি পি আব্দুর রহমান এবং আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রহিম শেখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে