নাটোরের সেই চেয়ারম্যানকে শোকজ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১; সময়: ১১:০৪ অপরাহ্ণ |
নাটোরের সেই চেয়ারম্যানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বড়াইগ্রামে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়িতে আগুন দেওয়ার নির্দেশসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশের জবাব সাত কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা এলাকায় এক সভায় পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি দেখামাত্র পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ নির্দেশের পর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ কাজের জন্য কেন দলের সদস্য পদ থেকে অব্যাহতি ও দলের সর্বস্তর থেকে স্থায়ীভাবে বহিস্কারের সুপারিশ করা হবে না সাত কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, শোকজ নোটিশ পাইনি। আমি জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদে থাকায় উপজেলা আওয়ামী লীগ আমাকে শোকজ করতে পারে না।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি লিখিতভাবে কেন্দ্র, জেলা ও উপজেলা আওয়ামী লীগকে জানিয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে