চলে গেলেন বাঘার সুনামধন্য প্রধান শিক্ষক মসলেম মন্ডল

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১; সময়: ৬:২৩ অপরাহ্ণ |
চলে গেলেন বাঘার সুনামধন্য প্রধান শিক্ষক মসলেম মন্ডল

সোনিয়া বেগম, বাঘা : বাঘার সুনামধন্য আদর্শ প্রধান শিক্ষক মসলেম উদ্দীন মন্ডল ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। বুধবার (০৬-১০-২১) সকাল সাড়ে ১০টায় খায়েরহাট গ্রামের নিজবাসভবনে বার্দ্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।

এদিন রাত ৭টায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে এলাকার কবরস্থানে সমাধি করা হয়। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়ে ছাড়াও হাতে গড়া অসংখ্য ছাত্র ও গুনাগ্রাহী রেখে গেছেন।

নিজ বাড়ি প্রাঙ্গনে ফুল দিয়ে শ্রদ্ধা ও স্নৃতিচারণ করেন , প্রয়াত শিক্ষকের ছেলে-মেয়ে,সহকর্মী ও ছাত্ররা। তারা বলেন,একজন ছাত্রকে গড়ে তোলার জন্য যার শাসন আর সোহাগ ছিল সব সময়। ইংরাজি ও দর্শনে যার জ্ঞান ছিল অপরিসীম। শিক্ষকতা জীবনে বাঘা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

প্রয়াত শিক্ষক মসলেম উদ্দীন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বর্তমান বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। সেখান থেকে ১৯৭২ সালে গড়গড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেণ। এই বিদ্যালয় থেকে শিক্ষকতা জীবনের ইতি টানেন ২০০৩ সালে।

শিক্ষা জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ পাশ করেন। ১৯৬৬ সালে দর্শন ও পরে ইংরাজীতে এমএ পাশ করেন। এর আগে রাজশাহী কলেজ থেকে বিএ, ১৯৫৫ সালে কালিদাশখালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৩৭ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন মসলেম উদ্দীন মন্ডল । মরহুম ছফের মন্ডলের ৩ ছেলে ৫ মেয়ের মধ্যে বড় ছিলেন মসলেম উদ্দীন মন্ডল।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে