চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১; সময়: ৭:০১ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মঞ্চে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বুধবার সকাল ১০ টার সময় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
এর আগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা, নওগাঁ, রাজশাহী থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল সম্মেলনে উপস্থিত হন। হাজার হাজার কর্মী সমর্থকদের পদচারণে তিল ধারণের জায়গা ছিলো না পৌর পার্ক, বড় ইন্দারা মোড়সহ আশপাশের এলাকায়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।
বিশেষ বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল। সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইফতেখারুল ইসলাম সুজন। জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক সঞ্চালনা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতাসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। পরে বিকেল ৪ টার সময় দ্বিতীয় অধিবেশন টাউন ক্লাবে শুরু হয়। সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন চলছিল। এখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের আগামী তিন বছরের জন্য নতুন কমিটির ঘোষণা আসবে।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে