নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১; সময়: ৯:৫৫ পূর্বাহ্ণ |
খবর > চাকরি
নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীতে শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নৌবাহিনীতে সাংগঠনিক কাঠামোভুক্ত ১৫তম ও ১৬তম গ্রেডের ড্রাইভিং–সংশ্লিষ্ট বেসামরিক শূন্যপদে এ নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে ৮ পদে মোট ৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম : এমটিডি, পদসংখ্যা : ২৯, যোগ্যতা : অষ্টম শ্রেণি/জুনিয়র স্কুল সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫) ।

পদের নাম : ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১), পদসংখ্যা : ৪, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ভারী জলযান চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫) ।

পদের নাম : ক্রেন ড্রাইভার (ক্লাস-১), পদসংখ্যা : ২, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)।

পদের নাম : ফর্ক লিফট ড্রাইভার (ক্লাস-১), পদসংখ্যা : ১, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫) ।

পদের নাম : লিডিং ফায়ারম্যান, পদসংখ্যা : ৪, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)।

পদের নাম : ফায়ার ইঞ্জিন ড্রাইভার, পদসংখ্যা : ৩, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫) ।

পদের নাম : ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২), পদসংখ্যা : ৪, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ভারী জলযান চালানোর লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

পদের নাম : ক্রেন ড্রাইভার (ক্লাস-২), পদসংখ্যা : ৪, যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস, ক্রেন ড্রাইভিংয়ে লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা, বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

বয়স : প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। গত ২৫ মার্চ ২০২০ তারিখে যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : ২৮ অক্টোবর ২০২১।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে