রাসিকের ৯ নং ওয়ার্ড ও গোদাগাড়ীতে পৌর মেয়র নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১; সময়: ১১:২৬ পূর্বাহ্ণ |
রাসিকের ৯ নং ওয়ার্ড ও গোদাগাড়ীতে পৌর মেয়র নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ভোটগ্রহণ শুরু হয়েছে ও গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন হচ্ছে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এই ওয়ার্ডের ৪টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্রগুলোতে কোন ধরনের অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনেকটাই শান্তিপূর্ণ ভাইবেই ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে।

কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্রে ও নির্বাচন এলাকায় পরিবেশ ঠিকরাখতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কাজ করছে।

অন্যদিকে, গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গোদাগাড়ী পৌরসভার ১৬ টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা রোধে কয়েকস্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোটযুদ্ধে নগরীর ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক, একেএম রাশেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’, শামিমুর রহমান ওরফে রিডার ‘রেডিও’, সোয়েব হাসান বাবু ‘ঘুড়ি’ ও সাইফুল্লাহ শান্ত ‘করাত’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপ-নির্বাচনের সার্বিক প্রস্তুতি সর্ম্পকে রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, রাসিকের ৯ নম্বর ওয়ার্ড ও গোদাগাড়ির উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে