করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৬৩ জন

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১; সময়: ৭:৩৪ অপরাহ্ণ |
করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৬৩ জন

পদ্মাটাইমস ডেস্ক : দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬শ’ ৪৭ জন। এছাড়া, একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৬৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩শ’ ২১ জনের নমুনা পরীক্ষা হয়। এতে শনাক্তের হার ২ দশমিক নয় সাত শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৬০ হাজার ৮শ’ ১৮ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৬শ’ ৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ৭শ’ ৭৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক পাঁচ শূন্য। মৃত্যুহার এক দশমিক সাত সাত শতাংশ।

একদিনে সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে ৫ জন, ঢাকা বিভাগ ৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং রাজশাহীতে ১ জন মারা গেছেন। এছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোন মৃত্যু নেই।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবার কমে এসেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে