বনপাড়া পৌরসভায় নগর উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
বনপাড়া পৌরসভায় নগর উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বনপাড়া পৌরসভায় ওয়াল্ড ব্যাংকের অর্ধায়নে মিলেনিয়ান গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্টের আওয়াতায় অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প গ্রহণ সম্পর্কে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ওই প্রকল্পে দেশের প্রথম শ্রেণির ৯০ টি পৌরসভায় উন্নয়ন কাজ করা হবে। এতে প্রাথমিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১০০ কোটি টাকা।

পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অংশ গ্রহণ করেন সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, টিএলসিসি প্রতিনিধি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা ও সাংবাদিক প্রতিনিধি আশরাফুল ইসলাম। এসময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন জ্যেষ্ঠ নগরবীদ ড. তরিকুল বাশার, সমাজ ও নগর উন্নয়ন বিশেষজ্ঞ মিজানুর রহমান, পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ। পরে কাউন্সিলরগণ গ্রুপ ভিত্তিক আলোচনার মাধ্যমে স্থাণীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম উপস্থিপন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে