রাবির সি ইউনিটের ফল প্রকাশ, ৯৪.২০ পেয়ে প্রথম

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
রাবির সি ইউনিটের ফল প্রকাশ, ৯৪.২০ পেয়ে প্রথম

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এতে ৪০% নম্বর পেয়ে মোট ১৫ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. একরামুল হামিদ।

তিনি আরও জানান, গত ৪ অক্টোবর ৩টি শিফটে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট ৪৪ হাজার ১৯৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দেয় ৩২ হাজার ৯৬৪ জন। বিজ্ঞান ক্যাটেগরিতে ৪৪.৬১% পাশের হার নিয়ে উর্ত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ২৪৭ জন এবং অবিজ্ঞান ক্যাটেগরিতে ৬৪.১৭% পাশের হার নিয়ে পাশ করেছেন ১ হাজার ৩৭ জন। বিজ্ঞান ক্যাটেগরিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯৪.২০।

অধ্যাপক একরামুল হামিদ আরও জানান, উর্ত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৩-১৮ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে সাবজেক্ট চয়েজ দিতে হবে। ১৯ অক্টোবর ক্রীড়াবিজ্ঞান বিভাগের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে যাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। ২৩ অক্টোবর চূড়ান্তভাবে মনোনীত ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ করা হবে ২৩ অক্টোর। প্রথম তালিকার প্রার্থীদের ভর্তি চলবে ২৫-২৮ অক্টোবর। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে