চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৯ জনের মনোনায়নপত্র দাখিল

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৯ জনের মনোনায়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ২ নভেম্বর ৭ম ধাপে পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মনোনায়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

রোববার মেয়র পদে মোট ৯জন মনোনায়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, আলহাজ্ব মো. মোখলেসুর রহমান (আওয়ামী লীগ), মো. নজরুল ইসলাম (বিএনপি), এ্যাডভোকেট মো. ময়েজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী)।

শাহনেওয়াজ খান সিনা (বিএনপি বিদ্রোহী), মাওলানা মো. আব্দুল মতিন (স্বতন্ত্র), জাসদ নেতা মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), সামিউল হক লিটন (স্বতন্ত্র), আব্দুল হাকিম (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মো. মোস্তাফিজুর রহমান মুকুল (জামায়াত)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮৬ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এসময় নিজ নিজ প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, আগামী ২ নভেম্বর চাঁপাইবাবগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১২-১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

মনোনয়ন জমা দেবার শেষ দিন সকল প্রার্থী মিছিল সহকারে এসে জমা দেন মনোনয়ন পত্র। এদিন মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন বিশাল কর্মী নিয়ে শোডাউন মিছিল করেন। আওয়ামী লীগের নৌকার টিকিট পেতে সামিউল হক লিটনও প্রার্থী ছিলেন। কিন্তু দল মনোনয়ন দিয়েছে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমান কে। এখন ২ নভেম্বর ভোটের মধ্য দিয়েই বোঝা যাবে শেষ হাসি কে হাঁসবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে