তানোরে নৌকার পক্ষে নির্বাচনি গণসংযোগ ও উঠান বৈঠক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
তানোরে নৌকার পক্ষে নির্বাচনি গণসংযোগ ও উঠান বৈঠক

সাইদ সাজু, তানোর : তানোরে আসন্ন ইউপি নির্বাচনে তানোর উপজেলার ২নং বাধাইড় ও ৩ নং পাঁচন্দর ইউপিতে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন বাধাইড় ইউপি ও পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

চলতি মাসের ১০ অক্টোবর রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বাধাইড় ইউপি ও পাঁচন্দর ইউপির বিভিন্ন এলাকায় আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করতে দেখা যাই স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ দের।

অসমাপ্ত কাজ তথা উন্নয়ন করার সুযোগ পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বিকালে সাইধাড়া গ্রামের মাঠে উঠান বৈঠক ও সেন্টার কমিটি গঠন করেন। এর আগে তিনি জুমার পাড়া, তেলোপাড়ার গনির মোড়ে পৃথক পৃথক ভাবে শুভেচ্ছাসহ কুলশ বিনিময় ও গনসংযোগ করেন।

পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন কোয়েল পুর্বপাড়ায় উঠান বৈঠক ও গ্রামবাসী আয়োজিত প্রীতি ভোজে আংশ গ্রহন করেন। এর আগে তিনি দুপুরে চিমনা গ্রামের নতুন মসজিদে যোহরের নামাজ সেষে মুছল্লীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচন ঘিরে তানোর উপজেলার ৭ ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে