এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি খাতে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, ভোক্তা পর্যায়ে ভ্যাটসহ এক কেজি এলপিজির দাম অক্টোবর মাসের জন্য ১০৪ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই হিসেবে ১২ কেজির বোতলের দাম পড়বে ১২৫৯ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর করা হবে। এখন থেকে প্রতি মাসের ১-৭ তারিখের মধ্যে এলপিজির দাম ঘোষণা করার কথা জানান কমিশন চেয়ারম্যান।

গত মাসে বোতলজাত এলপিজির কেজি প্রতি দাম ছিল ৮৬ টাকা ৭ পয়সা। সেখানে মূল্য সংযোজন করসহ (মুসক} প্রতি কেজি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১০৪ টাকা ৯২ পয়সা করা হয়েছে। আগে যেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়ত ১০৩৩ টাকা সেখানে এখন ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১২৫৯ টাকা।

একইসঙ্গে গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস বা অটোগ্যাসের দাম ৮ টাকা ১২ পয়সা বাড়িয়ে ৫৮ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটি গত মাসে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা। অন্যদিকে, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দাম কেজি প্রতি ১৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়েছে। এটি গত মাসে ছিল কেজি প্রতি ৮৩ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি’র পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে। এছাড়া সৌদি সিপি বা কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী, গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বাড়ায় এলপিজির দাম বাড়ানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে