শিবগঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে যমুনা এনজিও লাপাত্তা

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১; সময়: ৭:১০ অপরাহ্ণ |
শিবগঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে যমুনা এনজিও লাপাত্তা

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যমুনা মানব কল্যাণ সংস্থা নামে একটি এনজিও লাপাত্তা শঙ্কায় ৬ শতাধিক গ্রাহক একটি শাখার সামনে বিক্ষোভ করে দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় গ্রাহকরা তাদের পাওনা টাকার জন্য বিক্ষোভ করতে থাকে।

সোমবার সকালে উপজেলার চাতরা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই এলাকার রূপালী, কুসুমকলি ও মার্সাল নামের তিনটি এনজিও অর্থ আত্মসাত করে পালিয়ে যাবার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়, মাইক্রো ক্রেডিট অথরিটির নিবন্ধন না থাকলেও আইন অমান্য করে স্থানীয়ভাবে সমাজসেবা, মহিলা বিষয়ক অফিস ও যুব উন্নয়ন অফিস থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে ১৬টি শাখার মাধ্যমে আর্থিক লেনদেন করে আসছিল যমুনা মানব কল্যাণ সংস্থা।

গত ৬ মাসের মধ্যে ধাইনগর ও চৌডালাসহ চারটি শাখা বন্ধ হয়ে গেলে চাতরা নতুন বাজারের শাখায় ভিড় করতে থাকে গ্রাহকরা। এর আগে রোববার রাতে কয়েকজন গ্রাহক চাতরা শাখাটিও বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরে এরিয়া ম্যানেজার কবির হোসেন ও চাতরা শাখা ব্যবস্থাপক সেলিমকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। আলয়া বেগম নামে এক গ্রাহক জানান, তার ছেলের ও স্বামীর দিনমজুরির মাধ্যমে আয় করা ৬ লাখ টাকা জমা দেয়ার এক বছরের মাথায় আর কোন হদিশ নেই। তিনিও খবর পেয়ে সেখানে জমায়েত হয়েছেন।

অবরুদ্ধ এরিয়া ম্যানেজার কবির হোসেন বলেন, তাদের এনজিও পালিয়ে যাবার বিষয়টি গুজব। জমাকৃত টাকা গ্রাহকদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন। তাদের পরিচালকের ফোনে যোগাযোগ করতে না পারায় তারা বিব্রত বলেও জানিয়েছেন। সংস্থার পরিচালক ও উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক মঈন আলীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, যমুনার পরিচালক মঈনের মালিকানাধীন আরএসডিএস নামে একটি এনজিও’র এমআরএ রেজিস্ট্রেশন থাকলেও যমুনার নামে নেই। যমুনার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে