পূজার বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১; সময়: ৯:০৫ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
পূজার বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’

পদ্মাটাইমস ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশীয় টেলিভিশনগুলো। তার মধ্যে অন্যতম বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’।

দুরন্ত টেলিভিশেনর বিশেষ আয়োজনে প্রচার হবে অনুষ্ঠানটি। এমনটাই জানিয়েছে টেলিভিশনটির জনসংযোগ বিভাগ। ‘মঙ্গলালোকে’ পরিচালনা করেছেন তোফায়েল সরকার। এতে নৃত্য পরিবেশণ করবেন রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ আরও অনেকে।

নাচের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫ টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রসঙ্গে তোফায়েল সরকার জানান, শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বিভিন্ন দিবসে ব্যতিক্রম আয়োজন করে দুরন্ত টেলিভিশন। তারই অংশ হিসেবে ‘মঙ্গলালোকে’ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানটি সকলের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি।

এছাড়া দুরন্ত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’ বিশেষ পর্ব প্রচার হবে পূজা উপলক্ষে। এ পর্বে শিশুদের সঙ্গে গান করবেন দেবলীনা সুর, চম্পা বণিক এবং আবিদা সুলতানা। পূজার আনন্দে ঢাক-ঢোল ও ধুপের সঙ্গে মেতে উঠবেন তারা। এটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।

বিজয়া দশমীতে দুরন্ত টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’। অনুষ্ঠানে গল্পের মত করে তুলে ধরা হবে হিন্দু ধর্মের ইতিহাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে অংশ নিয়েছে শিশুশিল্পী বর্ণমালা, কথা এবং সমৃদ্ধ। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে