টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
খবর > খেলা
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : দুবাইয়ে আইসিসি‌’র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চোটের কারণে এ ম্যাচেও নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। সাইফউদ্দিনের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে ফেরানো হয়ছে। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরায় বিশ্রামে আছেন মুস্তাফিজুর রহমান।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটি সম্প্রচার হবে না টেলিভিশনে। আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সে ম্যাচটিও দেখা যাবে না টেলিভিশনের পর্দায়।

বাংলাদেশের স্কোয়াড: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), তাসকিন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল পেরেরা, পাথুম নিশানকা, দীনেশ চান্দিমাল, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে